ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

পিছিয়ে গেল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পিছিয়ে গেল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপে পিছিয়ে গেল বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচসহ ফাইনাল ম্যাচ। ১২ জানুয়ারির দুটি ম্যাচ পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

১২ জানুয়ারি বাংলাদেশ ও মালয়েশিয়া এবং শ্রীলংকা ও নেপালের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল।

আর ২০ জানুয়ারির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।

সোমবার (১১ জানুয়ারি) বাফুফে এ বিষয়ে সাংবাদিকদের আরও জানায়, গ্রুপর্বের সূচিতে সামঞ্জস্য ধরে রাখার জন্য ম্যাচ দুটি ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ফাইনাল ম্যাচটি ২২ জানুয়ারি হবে বলে জানিয়েছে বাফুফে।

বাংলাদেশ সময় ১৮২০ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৬
এইচএল/ এমআর

** পেছাতে পারে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।