ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

তুরানের একশ মিলিয়ন ইউরোর প্রস্তাব ভিত্তিহীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
তুরানের একশ মিলিয়ন ইউরোর প্রস্তাব ভিত্তিহীন ছবি : সংগৃহীত

ঢাকা: আরদা তুরানকে দলে ভেড়াতে চাইনিজ ক্লাবের ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার এজেন্ট আহমেত বুলুত। এ ধরনের কোনো আর্থিক প্রস্তাব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।



তুরানের বার্সেলোনা ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বুলুত। এর আগে একটি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, বার্সেলোনা থেকে পাঁচ বছরের চুক্তিতে তুরানকে পেতে একশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় চাইনিজ ক্লাব বেইজিং গুয়ান। প্রতি মৌসুম বাবদ যার আর্থিক মূল্য ২০ মিলিয়ন ইউরো।

স্প্যানিশ দৈনিক ‘মুন্ডো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে তুরানের এজেন্ট বলেন, ‘চাইনিজ ক্লাব থেকে কোনো ধরনের প্রস্তাব পাননি তুরান। এটা সম্পূর্ণ মিথ্যা। সামার ট্রান্সফার উইন্ডোতে ‍তার বার্সা ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তুরান সেটি ভাবছেনও না। ’

প্রসঙ্গত, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইউরোপিয়ান ফুটবল লিগের বেশ কয়েকজন খেলোয়াড়কে ভাগিয়ে এনে আলোড়ন সৃষ্টি করে চাইনিজ সুপার লিগ। সম্প্রতি গালাতাসারাই থেকে তুরানের স্বদেশী স্ট্রাইকার বুরাক ইলমাজকে দলে ভেড়ায় বেইজিং গুয়ান।

এর আগে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ, চেলসি থেকে ব্রাজিলিয়ান রামিরেস, রোমা ছেড়ে আইভরিকোস্ট ফরোয়ার্ড জারভিনহো ও শাখতার দোনেস্ক হতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স তেজেইরা চাইনিজ ক্লাবে পাড়ি জমান।

এদিকে, তুরানের ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান দানি আলভেজ ও পিএসজির আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জিরও চীনে পাড়ি জমানোর গুঞ্জণ উঠছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরএম

** আলভেসকে পেতে চাইনিজ ক্লাবের লোভনীয় প্রস্তাব
** চীনে পাড়ি জমাচ্ছেন লাভেজ্জি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।