ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় দিন সিদ্দিকুরের আরও ভাল খেলার প্রত্যয়

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দ্বিতীয় দিন সিদ্দিকুরের আরও ভাল খেলার প্রত্যয় ছবি : কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র প্রথম দিন পারের চাইতে ৩ শট কম খেলে ৬৮ স্কোর নিয়ে ১৪ নম্বরে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টের প্রথম দিন কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় দিন আরও ভাল খেলতে চাইছেন তিনি।



বুধবার (১০ ফেব্রুয়ারি) ১৮ হোলের খেলা শেষে এমনটিই জানালেন এই দেশসেরা গলফার।

প্রথম দিন শেষে নিজের পারফরম্যান্সে কিছুটা তুষ্ট এই স্বাগতিক জানালেন, ‘আমি সব সময় খেলার আগে আমার কৌশল ও মাইন্ডসেট ঠিক করে নেই। সেই অনুযায়ী আশা করছি দ্বিতীয় দিনটা ভালভাবেই শুরু করবো। ’
এদিকে, গেলবারের তুলনায় কুর্মিটোলা গলফ কোর্সের কন্ডিশন অনেক ভাল। কোর্সের টি-সেন্টার থেকে শুরু করে গ্রিন দারুণ অবস্থায় আছে। ফলে গলফাররা খেলতে বেশ ভাল বোধ করছেন বলেও তিনি জানান।

প্রথম দিনের খেলার শুরুটা বগি দিয়ে করা সিদ্দিকুর এদিন আরও দুটিসহ মোট তিনটি বগি পেয়েছেন। বগি পেয়ে কেমন লেগেছে? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘বগি খেলারই একটি অংশ। এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। ’

জনশ্রুতি আছে ১৮ নম্বর হোলটি সিদ্দিকুরের সবচাইতে প্রিয়। সেই হোলে তিনি বার্ডি মারবেন ভক্তরা সেই আশাই করেছিলেন কিন্তু তা হয়নি। চার পারের এই হোলটি তিনি শেষ করেছেন সমান সংখ্যক শট খেলে।

এই হোল নিয়ে তিনি আপসেট কীনা জানতে চাইলে তিনি জানান, ‘১৮ নম্বর হোল নিয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে এটা কোন ব্যাপার না। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।