ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় দিন দুর্দান্ত সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
দ্বিতীয় দিন দুর্দান্ত সোহেল ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম দিন পারের চেয়ে ১ শট কম খেলে কোনরকম পার করে দিলেও ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র দ্বিতীয় দিনে দুর্দান্ত ভাবেই খেলায় ফিরলেন বাংলাদেশের গলফার শাখাওয়াত সোহেল।

১৮ হোলের খেলায় কোন বগি ছাড়াই ৫টি বার্ডি নিয়ে পারের চেয়ে ৫ শট কম খেলে বেশ দাপটের সঙ্গেই নিজের দিন শেষ করেছেন এই স্বাগতিক গলফার।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনের শুরুটা দারুণই করেছিলেন সোহেল। ১০ নম্বর হোল দিয়ে দিনের খেলা শুরু করে প্রথম দুই হোলেই পেয়েছেন বার্ডি।

এরপর টানা তিনটি হোল লেভেল পার খেলে আবার ১৫ নম্বর হোলেই পেলেন বার্ডি। ৪ পারের খেলা জিতলেন তিন শট খেলেই। এরপর টানা সাতটি পার লেভেল খেলে ৫ ও ৬ নম্বর হোলের খেলা খেলতে এসে আবার ব্যাক টু ব্যাক বার্ডির দেখা পান। শেষ তিনিটি হোল পারের সমান খেলে কোনো বগি ছাড়াই দিনের খেলা শেষ করেন এই স্বাগতিক গলফার।

দুই দিনের খেলা শেষে পারের চেয়ে মোট ৬ শট কম খেলে লিডার বোর্ডে নিজের অবস্থান সুসংহত করেই তৃতীয় দিনের অপেক্ষায় থাকলেন শাখাওয়াত সোহেল।
 
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।