ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

৪ বার্ডি, ২ বগিতে দিন শেষ করলেন জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
৪ বার্ডি, ২ বগিতে দিন শেষ করলেন জামাল ছবি:কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পারের চেয়ে ৩ শট কম খেলে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র প্রথম দিন শেষ করেছিলেন বাংলাদেশের গলফার জামাল হোসেন। টুর্নামেন্টের দ্বিতীয় দিন প্রথম দিনের মতো অতটা দাপুটে না খেললেও একেবারে খারাপ করেননি জামাল।



৪ বার্ডি ও  বগিতে এদিন ২ আন্ডার পারসহ আগের দিনের ৩ আন্ডার পার সমেত মোট ৫ আন্ডার পার খেলে দ্বিতীয় দিন শেষ করলেন এই স্বাগতিক গলফার।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনের শুরুটা মোটামুটি করতে পেরেছিলেন জামাল। খেলা শুরু করেন ১ নম্বর হোল থেকে, যেখানে কোন বগি ও বার্ডি ছাড়াই লেভেল পার করেন। ২ নম্বর হোলটিও একই রকম খেলেন। তবে, পা হরকান ৩ নম্বর হোলে এসে। ৫ পারের এই হোলের খেলাটি শেষ করতে হয় ৫টি শট নিয়ে, ফলে বগির কবলে পড়ে পয়েন্ট হারান।
 
তৃতীয় হোলে বগির ছোবলে পড়ে পিছিয়ে যাওয়া জামাল খেলায় ফেরেন পরের দুই হোল দিয়েই। ৪ ও ৫ নম্বর হোলে ব্যাক টু ব্যাক বার্ডি নিয়ে বেশ দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়ান তিনি।

এরপর টানা আটটি হোল অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ৬,৭,৮,৯,১০,১১,১২ ও ১৩ নম্বর হোল লেভেল পার খেলে ১৫ নম্বর হোলে আবার বার্ডি। চার পারের এই হোলের খেলা শেষ করেন ৩ শট খেলেই।

এরপর, ১৭ নম্বর হোল খেলতে গিয়ে আবার বগির কবলে পড়ে পয়েন্ট হারান জামাল। চার পারের এই হোল খেলেন ৫টি শট নিয়ে। শেষের আগের হোলের খেলায় বগি পেলেও দিনের শেষ করেন বার্ডি নিয়ে।

১৮ নম্বর হোলের খেলায় নির্ধারিত ৫ পারের চেয়ে ১টি শট কম খেলে দিনের শেষ বার্ডি নিয়ে দ্বিতীয় দিনের সমাপ্তি টানেন এই স্বাগতিক গলফার। দুই দিন মিলিয়ে মোট ৫ আন্ডার পার খেলেছেন জামাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

**  শুরু হলো বসুন্ধরা গলফের দ্বিতীয় দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।