ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) পুরুষ বিভাগের ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের জার্সিধারীরা ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

এ জয়ে বাংলাদেশ উঠে গেল আসরের সেমিফাইনালে।

ভারতের গুয়াহাটির সাই সেন্টারে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। তবে, শুরুটা ভালো হয়নি গঞ্জালো সানচেজের শিষ্যদের। ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরও রায়হান হাসান ও নাবীব নেওয়াজ জীবনের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের তৃতীয় মিনিটে অনন্ত তামাংয়ের গোলে এগিয়ে যায় নেপাল। জগজিত শ্রেষ্ঠার কর্নার থেকে হেড করে গোলটি করেন তিনি। প্রথমার্ধের ৪০তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। রায়হান হাসান গোল করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। তিন মিনিট পরেই গোল করেন জীবন। ফলে, ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরেনোর শিষ্যরা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে এই স্কোরেই জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লাল সবুজরা। ফলে, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠলো বাংলাদেশ। এদিকে, হারলেও শেষ চারে উঠেছে নেপাল। ভুটানকে নিজেদের ম্যাচে হারানোর সুবাদে সেমিতে উঠে হিমালয় কন্যারা।

‘এ’ গ্রুপ থেকে সেমিতে উঠেছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। আগামী রোববার ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর একই দিন গ্রুপ চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে ‘বি’ গ্রুপের রানার্সআপ নেপাল।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।