ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

জাপানকে হটিয়ে শীর্ষে থাইল্যান্ড

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জাপানকে হটিয়ে শীর্ষে থাইল্যান্ড ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র দ্বিতীয় আসরের প্রথম দিন শেষে শীর্ষে ছিল জাপান। সেই জাপানকে হটিয়ে পরদিনই শীর্ষস্থান দখল করে নিল থাইল্যান্ড।



জাপানের শুনিয়া তাকেয়াসুকে পেছনে ফেলে প্রথম দিন দ্বিতীয়স্থানে থাকা থিতিফুন চুয়াইপরাকং উঠে এলেন শীর্ষে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের হাড্ডাড্ডি লড়াই শেষে পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে উঠে আসেন এই থাই গলফার।

এদিকে, পারের চেয়ে ৯ শট কম খেলে দ্বিতীয়স্থানে আছেন প্রথম দিন শেষে যুগ্মভাবে শীর্ষে থাকা কোরিয়ার সুমিন লি। আর ৮ আন্ডার পার খেলে প্রথম দিন তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার মিথুন পেরেরাকে সরিয়ে তাঁর জায়গা নিয়ে নিয়েছেন ভারতের চিকারাঙ্গাপ্পা।

বাংলাদেশের গলফারদের মধ্যে পারের চেয়ে ৬ শট কম খেলে যুগ্মভাবে ১০ নম্বরে আছেন শাখাওয়াত সোহেল ও আব্দুল মতিন। ৫ আন্ডার পার খেলে ১৬ নম্বরে জামাল হোসেন, ৩ আন্ডার পার খেলে ২৭ নম্বরে সিদ্দিকুর আর ২ আন্ডার পার খেলে ৩৪ নম্বরে আছেন মো: সায়েম।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।