ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

রদ্রিগেজের রিয়াল অধ্যায় শেষের পথে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
রদ্রিগেজের রিয়াল অধ্যায় শেষের পথে ছবি : সংগৃহীত

ঢাকা: কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে তার নতুন চুক্তির দাবিতে অসন্তুষ্ট ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

এমন প্রেক্ষাপটে চলতি মৌসুম শেষেই রদ্রিগেজকে বিক্রি করার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা।

স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, রদ্রিগেজের সাম্প্রতিক পারফরম্যান্সে কোচিং স্টাফরা সন্তুষ্ট নন। বিশেষ করে, রাফা বেনিতেজের অধীনে মৌসুমের প্রথম ভাগে যেন নিজের ছায়া হয়ে থাকেন ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার।

জানা যায়, ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি থাকায় রদ্রিগেজকে বিক্রি করার পথে হাঁটছে গ্যালাকটিকোরা। এর সঙ্গে মেসুত ওজিলের কথাও উঠে আসে। একই কারণে নাকি ২০১৩ সালে জার্মান মিডফিল্ডারকে আর্সেনালের কাছে বিক্রি করে দিয়েছিল রিয়াল।

এদিকে, বেতন বাড়ানোর জন্য রদ্রিগেজের নতুন চুক্তির অনুরোধকে মোটেও ভালো চোখে দেখছেন না ফ্লোরেন্তিনো পেরেজ। সূত্রমতে, এ কারণেই কলম্বিয়ান মিডফিল্ডারের ওপর অসন্তুষ্ট রিয়াল প্রেসিডেন্ট।

তবে কী রদ্রিগেজের বার্নাব্যু অধ্যায়ের সমাপ্তি হতে চললো? যদিও সবকিছুই এখনো গুজবের ছায়াতলে। গ্যালাকটিকোদের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মোনাকো থেকে ছয় বছরের চুক্তিতে রিয়ালে পাড়ি জমান ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী রদ্রিগেজ। গ্যালাকটিকোদের জার্সিতে এখন পর্যন্ত তিনি ৬২ ম্যাচে মাঠে নেমেছেন। গোল ২১টি।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।