ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টনে গুরু-শিষ্য চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টনে গুরু-শিষ্য চ্যাম্পিয়ন ছবি: রাজীব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬ এ তারেক-ইমরুল জুটিকে দুই শূন্য সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গুরু-শিষ্যখ্যাত রাহাত-খলিল জুটি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে টেনামেন্ট-৩ এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে স্বাগতিক রাহাত-খলিল জুটি শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী জুটির ওপর চাপ বজায় রাখতে থাকে। তিন ম্যাচ সিরিজের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দু’টি ম্যাচে একুশ-আঠার ও একুশ-ষোল পয়েন্টের ব্যাবধানে জয় ছিনিয়ে নেয় তারা।

এর আগে শিশুদের ডাবল ও পুরুষদের সিঙ্গেল ফাইনাল অনুষ্ঠিত হয়। শিশুদের ডাবলে চ্যাম্পিয়ন হয় টেনামেন্ট সাতের আদিব-জারিফ জুটি ও রানারআপ হয় টেনামেন্টের আটের মিশারি-জিহান জুটি। পুরুষ সিঙ্গেলে টেনামেন্ট পাঁচের সুষ্মিতকে দুই-এক সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টেনামেন্ট দুইয়ের সাইফ।

টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেরায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন টেনামেন্টের বাসিন্দা ও টেনামেন্ট ফোরামের সদস্য এহসান চৌধুরী।

জানুয়ারি মাসের ১৭ তারিখ থেকে দশটি টেনামেন্টের তিন গ্রুপের পঞ্চাশটি দলের অংশগ্রহণে বসুন্ধরা টেনামেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ বছর টুর্নামেন্টটি পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও টুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন টেনামেন্ট দুইয়ের বাসিন্দা ও টেনামেন্ট ফোরামের সদস্য ইমরুল হাসান।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এইচআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।