ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

‘নতুন গাড়ী’ হাতে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
‘নতুন গাড়ী’ হাতে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই গুজব রটে, ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে নিলামে ক্লাসিক ফেরারি গাড়ী কিনেছেন লিওনেল মেসি। এবার সোস্যাল মিডিয়াতে নিজেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।



অনেকটা মজার ছলেই ইন্সটাগ্রাম পেজে খেলনার গাড়ী হাতে একটি ছবি পোস্ট করেছেন মেসি। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাই নিউ কার’। বলা যায়, ৩২.১ মিলিয়ন ইউরোতে ‘১৯৫৭ ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিয়েত্তি’ মডেলের গাড়িটি কেনার গুজব নিয়েই রসিকতা করেছেন বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর।

আসলেই কী গুজবের সত্যতা প্রকাশ করলেন বার্সেলোনার আর্জেন্টাইন আইকন? কিন্তু, তাই বলে খেলনার গাড়ী দিয়ে! যাই হোক, তার অগনিত ভক্ত-সমর্থকরাও নিশ্চয়ই অপেক্ষায় আছেন, কবে যে মেসি ফেরারি নিয়ে রাস্তায় নামবেন!

সম্প্রতি প্যারিসে রেকর্ড মূল্যে ফেরারি গাড়িটি বিক্রি করে দেন ইতালিয়ান ধনকুব আলেসান্দ্রো পোর্তো। যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী গাড়ী। তবে ক্রেতার নাম গোপন ‍রাখা হয়। অবশ্য, পোর্তোর কোম্পানির একটি প্রেস রিলিজেই মেসি-রোনালদো দু’জনেরই নিলাম প্রক্রিয়ায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। যেখানে মেসিই জয়ী হয়েছেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম

** রোনালদোর বিপক্ষে মেসির আরেকটি জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।