ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

শীর্ষ দুইয়ে থাই গলফার, তৃতীয় ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
শীর্ষ দুইয়ে থাই গলফার, তৃতীয় ভারত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এক বছর বিরতির পর পর্দা উঠেছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ-২০১৬। কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের তৃতীয় দিন শেষেও শীর্ষে থাইল্যান্ড।



শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তৃতীয় রাউন্ডের খেলা শেষে থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপরাকং শীর্ষস্থানে রয়েছেন।

‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’ এর দ্বিতীয় আসরের প্রথম দিন শেষে শীর্ষে ছিল জাপান। সেই জাপানকে হটিয়ে পরদিনই শীর্ষস্থান দখল করে নেল থাইল্যান্ড। এরই ধারাবাহিকতায় তৃতীয় দিনও শীর্ষস্থান ধরে রেখে দিন শেষ করেন থাইল্যান্ডের থিতিফুন।

জাপানের শুনিয়া তাকেয়াসুকে পেছনে ফেলে প্রথম দিন দ্বিতীয়স্থানে থাকা থিতিফুন তৃতীয় দিন ১৮ হোলের খেলায় পারের চেয়ে ১৭ শট কম খেলে শীর্ষে উঠেন।

তৃতীয় দিনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে পারের চেয়ে ১৪ শট কম খেলে দ্বিতীয় স্থানে উঠে আসেন আরেক থাই গলফার সুতিজিত। আর পারের চেয়ে ১৪ শট কম খেলে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের চিকারাঙ্গাপ্পা (যৌথভাবে দ্বিতীয়)।

শীর্ষে থাকা থিতিফুন সকাল ১০টায় এক নম্বর হোল থেকে টি অফ শুরু করেন। এরপর তৃতীয় হোলে গিয়ে বার্ডি পান। টানা চারটি বার্ডি মেরে সপ্তম হোলে গিয়ে ঈগল মারেন। অষ্টম হোলেও বার্ডি পেলে দশম হোলে বোগির ফাঁদে পড়েন তিনি। এছাড়া ১৪ ও ১৭ হোলে বার্ডির দেখা পেলেও ১৩তম হোলে ডাবল বোগির ফাঁদে পড়েন শীর্ষে থাকা থিতিফুন।

থাইদের আরেক গলফার সুতিজিত দ্বিতীয় স্থানে থাকতে ১৮ হোলের খেলায় চারটি বার্ডি পান। আর দুটি ঈগলের দেখাও পান তিনি। তৃতীয় স্থানে থাকা ভারতের চিকারাঙ্গাপ্পা ছয়টি বার্ডির দেখা পান।

এছাড়া শীর্ষ চার থেকে দশ নম্বরে রয়েছেন ভারতের গগনজিত, জাপানের তাকেয়াশু, থাইল্যান্ডের ফাচারা, কেমারোল বাহারিন, বাংলাদেশের জামাল হোসেন, আরেক বাংলাদেশি শাখাওয়াত সোহেল এবং ভারতের সুভাঙ্কর শর্মা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।