ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

খেলা

এগিয়ে জামাল-সোহেল, অস্বস্তিতে সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
এগিয়ে জামাল-সোহেল, অস্বস্তিতে সিদ্দিকুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: শেষ হলো ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’ এর দ্বিতীয় আসরের তৃতীয় রাউন্ডের খেলা। আর তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান মোটেই স্বস্তিদায়ক স্থানে নেই।



মেগা এই ইভেন্টের তৃতীয় রাউন্ড শেষে ব্রুনাই ওপেন জয়ী সিদ্দিকুর রয়েছেন ৪৭তম স্থানে (যৌথভাবে)।

দ্বিতীয় রাউন্ড শেষে কাট পেয়েছিলেন বাংলাদেশের পাঁচ গলফার। বাকি ২৬ জনই কাট মিস করেন অর্থা‍ৎ বাদ পড়েন। সিদ্দিকুরের সঙ্গে তৃতীয় রাউন্ডে খেলতে নামেন শাখাওয়াত হোসেন সোহেল, জামাল হোসেন, আবদুল মতিন ও মো: সাইয়ুম।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তৃতীয় রাউন্ড শেষে এবারের আসরে এখন পর্যন্ত যৌথভাবে সপ্তম স্থানে রয়েছেন জামাল ও সোহেল। পারের চেয়ে তারা আট শট কম খেলেন।

সকাল সাড়ে আটটায় এক নম্বর হোল থেকে টি অফ করেন সিদ্দিকুর। ১৮ হোলের খেলায় তিনটি বার্ডির দেখা পেলেও ৫টি বোগির খপ্পরে পড়েন তিনি।

এদিকে, দেশি গলফারদের মধ্যে শীর্ষে রয়েছেন জামাল। দিন শেষে তিনি চারটি বার্ডি আর একটি বোগি করেন। জামালের পরেই রয়েছেন সাখাওয়াত সোহেল। সাতটি বার্ডির সঙ্গে তার বোগির সংখ্যা ৫টি। দিনের প্রথম হোলেই তিনি বোগির খপ্পরে পড়েন।

১১তম স্থানে রয়েছেন আবদুল মতিন। ৫টি বার্ডি আর দুটি বোগি করা বাংলাদেশের এই গলফার একটি ডাবল বোগির খপ্পরেও পড়েন। এছাড়া, দেশি গলফারদের মধ্যে তলানিতে মোহাম্মদ সাইয়ুম। ৫৭তম স্থানে থেকে দিনের খেলা শেষ করেন একটি বার্ডি আর চারটি বোগি করা এই গলফার।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এশিয়ান ট্যুরের এবারের আসরে অংশ নিয়েছিলেন ৩১ গলফার।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

** শুরু হলো বসুন্ধরা গলফের তৃতীয় রাউন্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।