ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

বুধবার শুরু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বুধবার শুরু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: যারা প্রতিনিয়ত খবর নিয়ে ব্যস্ত থাকেন, সেই মিডিয়া কর্মীদের নিয়ে এবারের আয়োজন ‘মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’। গেল বছর অনুষ্ঠিত হয় ‘ওয়ালটন প্রথম মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫’।



প্রথম আসরেও পৃষ্ঠপোষকতায় ছিল দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আগামী বুধবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এবারও এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ।

এবার টুর্নামেন্টের পাওয়ার স্পন্সর ওয়ালটন। এ ছাড়া ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল রয়েছে অফিসিয়াল পার্টনার হিসেবে।

আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আরআরএম গ্রুপের কর্মকর্তা মাহমুদ আলম, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান রানা, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান ও টুর্নামেন্টের আহব্বায়ক রঞ্জু চৌধুরী। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহযোগী প্রতিষ্ঠান সেইলর, হ্যালো ইভেন্টস ও এইম এর কর্মকর্তারা।

এক বক্তব্যে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ সর্বদা পাইওনিয়ার হওয়ার চেষ্টা করে। সেটা যেমন প্রোডাক্টের ক্ষেত্রে তেমনি ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও। গেল বছর এই টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আমরা ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করেছিলাম। প্রথম আসর বেশ সফল হয়েছিল। এবারও ওয়ালটন গ্রুপ এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আশা করছি এবার এই টুর্নামেন্ট আরো বেশি জমজমাট ও সফল হবে। আমরা ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে প্রত্যেক ক্যাটাগরির (পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত) চ্যাম্পিয়ন ও রানার আপকে প্রাইজমানি প্রদান করব। আর ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবে ওয়ালটন গ্রুপ। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়- এবারের এই টুর্নামেন্টে দেশের প্রথম সারির ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার দেড় শতাধিক আগ্রহী খেলোয়াড় সিঙ্গেলস, ডাবলস ও মিক্স ডাবলসে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি ম্যাচে ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়ামবলী অনুসরণ করা হবে। প্রত্যেক ক্যাটাগরির চ্যাম্পিয়ন ও রানার আপের জন্য ট্রফির পাশাপাশি থাকবে প্রাইজমানিও।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।