ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

বিলবাওকে হারিয়ে দুইয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
বিলবাওকে হারিয়ে দুইয়ে রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিক বিলবাওকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে।



রিয়ালের হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, জেমস রদ্রিগেজ, টনি ক্রুস। বিলবাওয়ের হয়ে গোল করেন এরাসো ও এলুসতোনদো।

ম্যাচের তৃতীয় মিনিটেই রিয়ালকে লিড পাইয়ে দেন রোনালদো। ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার অ্যাসিস্ট থেকে গোল করেন পর্তুগিজ দলপতি। তবে, লিড বেশি সময় ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের দশম মিনিটে সমতায় ফেরে বিলবাও। আতিথ্য নেওয়া দলটির হয়ে গোল করেন এরাসো।

১৮, ৩০ আর ৩৪ মিনিটেও গোলের সুযোগ নষ্ট হয় বিলবাওয়ের। তবে, ৩৭ মিনিটের মাথায় আবারো লিড নেয় রিয়াল। দলকে দ্বিতীয়বার এগিয়ে নিতে গোল করেন কলম্বিয়ান তারকা রদ্রিগেজ। দানিলোর সহায়তায় গোলটি করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দলকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন রিয়ালের টনি ক্রুস। এবারের গোলের যোগানদাতা রোনালদো। ৩-১ গোলের লিড ধরে রেখে বিশ্রামে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৮৩ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় রিয়াল। প্রথমার্ধের ১৬তম মিনিটে একবার হলুদ কার্ড দেখা রাফায়েল ভারানে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে মাঠ ত্যাগ করতে হয় তাকে। তবে, দশ জনের দল নিয়েও বাকি সময়টা ভালোভাবে পার করে দেন জিদানের শিষ্যরা।

রেফারির শেষ বাঁশি বাজার আগে একটি করে গোলের দেখাও পায় একজন কম নিয়ে খেলা রিয়াল ও পূর্ণ দল নিয়ে খেলা বিলবাও। ম্যাচের ৮৭ মিনিটে ভারকুয়েজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি আদায় করেন রোনালদো। আর ৯০ মিনিটের মাথায় এলুসতোনদো গোল করে বিলবাওয়ের হারের ব্যবধান কমান।

এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে রিয়াল। ২৪ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫১। আর ২২ ম্যাচ খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা সর্বোচ্চ ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।