ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে ২১ দিনব্যাপী হকি প্রশিক্ষণ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গোপালগঞ্জে ২১ দিনব্যাপী হকি প্রশিক্ষণ সমাপ্ত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ২১ দিনব্যাপী অনূর্ধ্ব ১৫ বছর বয়সী ছেলেদের হকি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

গোপালগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে জেলার ৩২ জন কিশোর অংশ নেয়।

প্রশিক্ষণ শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও হকি স্টিক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

জেলা ক্রীড়া কর্মকর্তা এসএম ফিরোজুল আহসানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু, ক্রীড়া সংগঠক শিব শঙ্কর অধিকারী, জাহাঙ্গীর কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।