ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউ-লিভারপুলের হতাশার রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
ম্যানইউ-লিভারপুলের হতাশার রাত ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগের নকআউট পর্বের প্রথম লেগে হোঁচট খেয়েছে লিভারপুল। অপর ম্যাচে এগিয়ে থেকেও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

জার্মানির অগসবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করে অল রেডসরা। আর ডেনিশ ক্লাব মিডজিল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারের লজ্জায় ডোবে রেড ডেভিলসরা।

এমনিতেই লুইস ফন গালের চাকরি নিয়ে টানাটানি! তার ওপর দলের এমন পারফরম্যান্স ডাচ কোচের জন্য যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াল। ইনজুরি আক্রান্ত ওয়েইন রুনিকে ছাড়াই মাঠে নামে ম্যানইউ। রুনির কাতারে যুক্ত হন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। তবে অ্যাওয়ে গোলটাই ইংলিশ জায়ান্টদের শেষ ষোলো নিশ্চিতে আশা যোগাবে।

এমসিএইচ অ্যারেনায় প্রথমার্ধের ৩৭ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে লিড নেয় ম্যানইউ। তবে সাত মিনিট পরেই মিডফিল্ডার পিওনি সিস্টোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে ভিজিটরদের দুঃস্বপ্ন উপহার দেন মিডজিল্যান্ডের নাইজেরিয়ান স্ট্রাইকার পল ওনুয়াচু।

অগসবার্গের মাঠে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হাহাকার করেন স্টারিজ-ফিরমিনো-কুতিনহোরা। পূর্ণ শক্তির দল নিয়েও সমর্থকদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয় লিভারপুল। একটি অ্যাওয়ে গোলই যে অল রেডসদের এগিয়ে দিতে পারত। কিন্তু, ম্যাচ শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়েন ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

এদিকে, অন্যান্য ম্যাচের মধ্যে পোর্তোকে ২-০ গোলে বুরুশিয়া ডর্টমুন্ড, ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে ‍নাপোলি, ফিওরেন্তিনার সঙ্গে ১-১ গোলে টটেনহাম, গালাতাসারাইয়ের সঙ্গে ১-১ সমতায় ল্যাজিও ও অলিম্পিক মার্শেইকে ১-০ গোলে হারায় অ্যাথলেতিক বিলবাও।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।