ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বার্সার ভাগ্য গড়েন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
বার্সার ভাগ্য গড়েন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার ভাগ্য নিয়ন্ত্রণ করছেন আর্জেন্টাইন সুপার তারকা লিওনেল মেসি-এমনটি মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ও কোচ জর্জ ভালদানো। আর্জেন্টাইন সাবেক এই খেলোয়ারের বিশ্বাস, পেপ গার্দিওলা কিংবা লুইস এনরিক নন, বার্সার ভাগ্য গড়ে দেন মেসি।



কাতালান ক্লাবটির সাম্প্রতিক পারফর্ম আর অর্জনের কথা উল্লেখ করে ভালদানো জানান, পেপ গার্দিওলা এবং লুইস এনরিক ক্লাবটিকে ট্রেবল শিরোপা পাইয়ে দিলেও মূল কাজটি করেছেন মেসি।

১৯৯৪-৯৬ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ভালদানো জানান, মেসির সঙ্গে রিয়ালে খেলা আলফ্রেডো ডি স্টেফানোর তুলনা চলে। আর্জেন্টিনা, কলম্বিয়া আর স্পেনের হয়ে খেলা স্টেফানো ১৯৫৩ সালে মিলোনারিওয়াস থেকে রিয়ালে নাম লিখিয়ে পাঁচবার ইউরোপিয়ান কাপ আর আটবার লা লিগা জিতেছেন। তিনি যেমন তার সময়ে রিয়ালের ভাগ্য গড়ে দিতেন, বর্তমানে মেসিও বার্সার ভাগ্য গড়ে দিচ্ছে।

ভালদানো আরও যোগ করেন, ২৭ বছর বয়সে স্টেফানোকে রিয়াল দলে ভেড়ায়। মেসির বয়স এখন ২৮ চলছে। ইতোমধ্যেই সে ক্লাবটির হয়ে ২৬টি মেজর শিরোপা জিতেছে।

মেসির সঙ্গে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার তুলনা করতে গিয়ে ভালদানো বলেন, আর্জেন্টাইনরা একটু বেশিই আবেগী। তাই মেসিকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করে। ১৯৮৬’র বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টাইনদের শিরোপা জিতিয়েছেন। মেসি এখনও সেটি পারেননি। তবে, দলকে কোপা আমেরিকা আর ব্রাজিল বিশ্বকাপের আসরে ফাইনালে তুলেছিল। আর্জেন্টাইনদের হয়ে সে যা করেছে তা অতুলনীয়।

সম্প্রতি প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় তিনশ গোল পূরণ করেন মেসি। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে তার গোলসংখ্যা ৪৯টি। আর বার্সার হয়ে সবধরনের প্রতিযোগিতায় ৫৪৪ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে মেসি বল জড়িয়েছেন সাড়ে চারশ বার।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।