ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

জুভিদের মাটিতে নামালো বোলোগনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
জুভিদের মাটিতে নামালো বোলোগনা

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে জুভেন্টাসকে রুখে দিল মাঝারি মানের দল বোলোগনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

এরই সঙ্গে লিগে টানা ১৫ ম্যাচে জয়ের পর থামলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

শুক্রবার রাতে বোলাগনার ঘরের মাঠ স্তাদিও রেনাতো দাল’আরাতে আতিথিয়েতা নিতে যায় জুভিরা। তবে ম্যাচে কয়েকটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে দু’দল।

এদিকে এ ম্যাচে ড্র করার পরও লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে দলটি। যদিও এক ম্যাচ কম খেলা নাপোলির পয়েন্ট ৫৬। তাই নাপোলি নিজেদের পরের ম্যাচে জিততে পারলে শীর্ষে উঠবে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।