ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মিডিয়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল: ব্ল্যাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
মিডিয়া আমাকে মেরে ফেলতে চেয়েছিল: ব্ল্যাটার

ঢাকা: ‘সংবাদমাধ্যমগুলো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমেরিকাকে যদি ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দেওয়া হতো, তাহলে আজ আমাকে এরকম বাজে অবস্থায় পড়তে হতো না’-কথা গুলো জানিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফার নিষিদ্ধ সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।



ফিফায় আর্থিক কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হন ব্ল্যাটার। সংবাদটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিশ্বগণমাধ্যমে ব্যাপক তোলপাড়। এরপরই বিশ্ব মিডিয়া উঠেপড়ে লাগে ব্ল্যাটারের পেছনে।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, আমার বিরুদ্ধে যখন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠে, তখন আমি বেশ একা হয়ে যাই। আর সে সুযোগকে কাজে লাগিয়ে সংবাদমাধ্যমগুলো আমাকে চেপে ধরে। অথচ এমনটি হতো না যদি ২০০২ সালের বিশ্বকাপ আমেরিকার মাটিতে আয়োজনের সুযোগ করে দেওয়া হতো। তাহলে বাজে এই পরিস্থিতিগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হতো।

তিনি আরও যোগ করেন, আমার খুব কষ্ট হয়েছে, যখন দেখেছি প্রথম থেকেই সংবাদমাধ্যমগুলো আমার বিরোধিতা করে। এটা খুবই দুঃখজনক। মনে হচ্ছিলো তারা আমাকে মেরেই ফেলতে চাচ্ছে। একজন ফিফা প্রেসিডেন্টের বিরোধিতা করে তারা আমার কাছের সব বন্ধুদের সরিয়ে দেয়। একমাত্র গ্রেট ফুটবলার মিশেল প্লাতিনি আমাকে সমর্থন করতে পেরেছিল। তবে, তাকেও পরে নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, মিশেল প্লাতিনি উয়েফার প্রেসিডেন্ট পদে ছিলেন। আর ব্ল্যাটারের সঙ্গে আর্থিক অনিয়মে জড়িত থাকার দায়ে তাকেও নিষিদ্ধ করা হয়।

আর ক’দিন পরেই ফিফা কংগ্রেসে বেছে নেওয়া হবে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির নতুন প্রেসিডেন্টকে। এ প্রসঙ্গে ব্ল্যাটার বলেন, মিডিয়ার কারণে আমি একা হয়ে গিয়েছি। আর তারাই আমাকে বিদায় দিতে ব্যস্ত। এটা অত্যান্ত দুঃখের বিষয়। ২০২২ বিশ্বকাপ কাতারকে দেওয়া নিয়ে যে বিতর্ক চলছে, সেটি মূলত রাজনৈতিক ব্যাপার। কোন দেশ তাদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের জন্য কত অর্থ দিল, সেটা বড় বিষয় নয়।

ব্ল্যাটার আরও যোগ করে বলেন, আর্থিক লেনদেনের কারণে বিশ্বকাপ আয়োজন করা হয় না। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ থাকে। ইউরোপ প্রথমে পরোক্ষ সমঝোতায় মাধ্যমে জানায়, বিশ্বকাপের আয়োজন করবে আমেরিকা। তবে, ফ্রান্সের রাজনৈতিক হস্তক্ষেপে এ সিদ্ধান্ত বদলে যায়। ২০২২ বিশ্বকাপটা যদি আমেরিকাকে দেওয়া হতো তাহলে আজ আমার এ অবস্থা হতো না।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।