ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ইংলিশ লিগে ফিরতে পারেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ইংলিশ লিগে ফিরতে পারেন মাশ্চেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: বয়সটা পক্ষে নেই জাভিয়ার মাশ্চেরানোর। তবে দুর্দান্ত ফর্মটাই বাঁচিয়ে রেখেছে আর্জেন্টাইন এ মিডফিল্ডারকে।

তাইতো বার্সেলোনার মতো বিশ্বসেরা একটি ক্লাবে এখনও দাপটের সঙ্গে খেলছেন তিনি। তবে অদূর ভবিষ্যতে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে পারেন তিনি। এমনই আভাস দিয়ে রেখেছেন ৩১ বছর বয়সী মাশ্চেরানো।

মাশ্চেরানো এর আগে প্রিমিয়ার লিগের দল লিভারপুলের হয়ে মাঠ মাতিয়েছেন। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত অ্যানফিল্ডে ছিলেন এ তারকা। তাই অল রেডসদের প্রতি তার আবেগ এখনও আগের মতোই রয়েছে। তবে লিভারপুলকে ভালোবাসেন বলে অন্য কোন ক্লাবে যেতে পারবেন না, এমন ব্যাপারও উড়িয়ে দিলেন মাশ্চেরানো।

এ প্রসঙ্গে মাশ্চেরানো জানান, ‘লিভারপুলের প্রতি আমার ভালোবাসা রয়েছে। তবে এর মানে এই নয় অন্য কোন ক্লাবে যেতে আমার বাঁধা রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমার তাদের (লিভারপুল) প্রতি প্রচুর সম্মান রয়েছে এবং থাকবে। তবে ভবিষ্যতে যদি আমি প্রিমিয়ার লিগে খেলতে চাই তবে অন্য কোথাও খেলার সম্ভাবনা রয়েছে। আমরা আসলে পেশাদারী, এটাই আমাদের জীবন। তবে যাই হোক, লিভারপুলের প্রতি আমার অনুভূতি কখনওই কমবে না। ’

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।