ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ঘরের মাঠের অলিম্পিকে অনিশ্চিত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
ঘরের মাঠের অলিম্পিকে অনিশ্চিত নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি বছর আগষ্টে শুর হচ্ছে রিও অলিম্পিক। বিশ্ব ক্রীড়ার সবচেয়ে জমজমাট এ আসরটির এবারের স্বাগতিক দেশ হিসেবে থাকছে ব্রাজিলের নাম।

আর স্বাগতিক দেশটির অলিম্পিক ফুটবল দলে খেলার কথা বার্সেলোনা স্ট্রাইকার নেইমারের। তবে বার্সা কোচ লুইস এনরিক তরুণ এ ফুটবলারের ছাড়পত্রের ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

নেইমার এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে সেলেকাওদের দলে ছিলেন। তবে, ফাইনালে মেক্সিকোর কাছে হার মানে হলুদ জার্সিধারীরা।

অলিম্পিক টুর্নামেন্টে তিনজন সিনিয়র ফুটবলার দলে খেলতে পারেন। নেইমারের বর্তমান বয়স ২৪। আর অলিম্পিকে খেলে থাকে অনূর্ধ্ব-২৩ দল। ঘরের মাঠে আসরটি হওয়ায় খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন নেইমার।

এদিকে এ বছরের জুনেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘স্পেশাল কোপা আমেরিকা’। কোপার শত বছর পূর্তি উপলক্ষ্যে এমন আয়োজন। আর কাতালান কোচ এনরিক চাচ্ছেন না ২০১৬-১৭ মৌসুমে তার কোনো ফুটবলার মাঠের বাইরে থাকুক।

এনরিক জানান, ‘কারো ঘরের মাঠে ‍অলিম্পিক গেমস হচ্ছে, সেটি যে কোন ক্রীড়াবিদের কাছে বিশেষ কিছু। কোন ধরনের খেলা হচ্ছে এটা আসলে কোন মূখ্য বিষয় না। ’

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে স্পেনের হয়ে স্বর্ণ জেতা এনরিক আরও বলেন, ‘নেইমার ইতোমধ্যে কোপা আমেরিকার জন্য নিজের ছাড়পত্র নিয়েছে। আমরা এখন এই পরিস্থিতি নিয়ে ভাবছি। শুধু নেইমারই নয়, সে দলে রাফিনহাও রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।