ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

উড়ন্ত বার্সার আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
উড়ন্ত বার্সার আরেকটি জয় ছবি: সংগৃহীত

ঢাকা: অদম্য আর দুরন্ত বার্সেলোনা চলতি মৌসুমের লা লিগার আসরে আরেকটি জয় পেয়েছে। লুইস এনরিকের শিষ্যরা অপেক্ষাকৃত দুর্বল লাস পালমাসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে।

আর যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও নিজেদের মজবুত করে রাখলো কাতালানরা।

পালমাসের ঘরের মাঠে আতিথ্য নেয় চলতি মৌসুমে উড়তে থাকা বার্সা। দলের হয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। লা লিগার আসরে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে তিনশো গোলের মালিক মেসি এ ম্যাচে কোনো গোল পাননি। ফলে, যে চারটি দলের বিপক্ষে তার কোনো গোল নেই সে তালিকায় পালমাস আরও একবার নিজেদের নামটি বাঁচিয়ে রাখলো।

ম্যাচের শুরুতেই লিড নেয় অতিথি দল বার্সা। ৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। লিভারপুলের সাবেক এ স্ট্রাইকারকে বলের যোগান দেন জরদি আলবা। লা লিগার এবারের মৌসুমে সর্বোচ্চ ২৫বার প্রতিপক্ষের জালে বল জড়ালেন সুয়ারেজ। তবে, খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ইনিয়েস্তা, মেসি, আলভেজদের দল। ম্যাচের ১০ মিনিটে সমতায় ফেরে পালমাস। স্বাগতিকদের সমতায় ফেরানোর গোলটি করেন উইলিয়ান সিলভা।

ম্যাচের ৩৯ মিনিটে বার্সাকে লিড পাইয়ে দেন নেইমার। ফলে, ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর বেশ ডিফেন্সিভ মুডে খেলতে থাকে পালমাস। ফলে, আর কোনো গোলের দেখা পায়নি গত বারের ট্রেবল জয়ীরা।

এ ম্যাচে জয়ের পর বার্সার পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৫ ম্যাচে সর্বোচ্চ ৬৩। সবধরনের খেলায় টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকলো মেসি-নেইমার-সুয়ারেজরা। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছে ২৪ ম্যাচ খেলা দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ আরেক ফেভারিট রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।