ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আলজেরিয়ান তারকা যাবেন বার্সায়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আলজেরিয়ান তারকা যাবেন বার্সায়! ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমের চমক জাগানিয়া দল লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ জিতে চলা দলটিকে প্রায় প্রতিটি ম্যাচেই গোল পাইয়ে দিচ্ছেন জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজ।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নজড় কেড়েছেন মাহরেজ। খুব শিগগিরই মেসি-নেইমার-সুয়ারেজদের পাশে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ভার্ডি ও মাহরেজের দুর্দান্ত জুটিতে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুলের মতো দলকে পেছনে ফেলে ইংলিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিচেস্টার সিটি।

আলজেরিয়ান ২৫ বছর বয়সী উইঙ্গার মাহরেজকে নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে ক্যাম্প ন্যুতে-এমন দাবী ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের। তারা সংবাদ প্রকাশ করে, কাতালানদের কোচ লুইস এনরিক মাহরেজকে নিজের দলে ভেড়াতে চান।

এদিকে, ক্লদিও রেনেইরির লিচেস্টার মাহরেজের সঙ্গে আরও চার বছরের চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। মিরর জানায়, স্প্যানিশ ক্লাব বার্সা যদি মাহরেজকে দলে ভেড়াতে ইচ্ছা প্রকাশ করে, তবে আলজেরিয়ান তারকা এ উইঙ্গারকে ধরে রাখা কঠিন হয়ে পড়বে লিচেস্টারের জন্য।

গত বছর আলজেরিয়ান ব্যালন ডি অর জয়ী মাহরেজ ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। যেখানে তার অ্যাসিস্ট থেকে দল আরও ১৪টি গোলের দেখা পায়। ২০১৩ সালে লিচেস্টারে নাম লেখানো মাহরেজ ১৯ ম্যাচ খেলে গোল করেন মাত্র তিনটি। পরের মৌসুমে ৩২ ম্যাচ থেকে গোলের দেখা পান চারবার। তবে, এ মৌসুমে দুর্দান্ত খেলার ফলস্বরূপ পেতে পারেন পরের মৌসুমে বার্সেলোনায় খেলার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।