ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো অ্যাতলেটিকো ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড়ে কার্যত পিছিয়ে পড়লো অ্যাতলেটিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ফলে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে আট পয়েন্ট পিছিয়ে দুইয়ে রইল দলটি।

রোববার ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে কালদেরনে ভিয়ারিয়ালকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো। তবে নিজেদের মাঠেও দিয়েগো গদিন-ফার্নান্দো তোরেসরা সেভাবে মেলে ধরতে পারেননি।

খেলার পুরো সময় স্বাগতিকরা বেশ কয়েকটি প্রচেষ্টা চালালেও গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো ভিয়ারিয়ালেরও। কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে অ্যাতলেটিকো। সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৬৩। আর তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট সংগ্রহ করেছে। চতুর্থস্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৪৯।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।