ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বার্সার মুখোমুখি সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
বার্সার মুখোমুখি সানচেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যু ক্যাম্প ছাড়ার পর এ প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন আলেক্সিস সানচেজ। কিন্তু, বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে চিলিয়ান তারকার বিন্দুমাত্র আক্ষেপ নেই।

বরং, লন্ডনে পাড়ি জমানোটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন সানচেজ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) হাইভোল্টেজ ম্যাচে বার্সার মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।

বার্সা ছেড়ে ২০১৪ সালে আর্সেনালে যোগ দেন সানচেজ। সময়ের পরিক্রমায় দ্বিতীয় মৌসুমের মাথায় সাবেক ক্লাবকে চ্যালেঞ্জ জানাবেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। গানারদের হয়ে তিনি এখন পর্যন্ত ৭৭টি ম্যাচ খেলেছেন। গোল ৩৫টি। গত মৌসুমে ইংলিশ জায়ান্টদের এফ কাপের শিরোপা জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আর বার্সায় থাকাকালীন একটি করে লা লিগা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ও দু’টি স্প্যানিশ সুপার কাপের শিরোপা উল্লাসে মেতেছিলেন সানচেজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সানডে মিরর’কে দেওয়া সাক্ষাৎকারে সানচেজ বলেন, ‘আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে কখনোই অনুতপ্ত হইনি। কিন্তু, বার্সা ছেড়ে আসাটা সহজ ছিল না। আমি সেখানে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছি। স্পেনে চ্যাম্পিয়নদের হয়ে খেলেছিলাম। কিন্তু, খুব খেলোয়াড়ই আছেন যারা একই ক্লাবের হয়ে পুরো ক্যারিয়ার পার করতে পারেন। তাই ক্লাব ছাড়াটা আমার কাছে স্বাভাবিক ব্যাপারই ছিল। ’

সাবেক বার্সা তারকা যোগ করেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ ও নতুন অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। বার্সায় অনেক অ্যাটাকিং খেলোয়াড় থাকায় ন্যু ক্যাম্প ছাড়াটা ভালো সিদ্ধান্তই ছিল। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।