ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আর্সেনাল ম্যাচে পূর্ণ শক্তির বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আর্সেনাল ম্যাচে পূর্ণ শক্তির বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক। মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তারা অনুমিতভাবেই দলে রয়েছেন।

তবে ১৯ সদস্যের স্কোয়াডে যায়গা পাননি মার্ক বারত্রা, ডগলাস সান্তোস, সান্দ্রো রামিরেজ ও আরদা তুরান।

এর মধ্যে নিষেধাজ্ঞার কারণে এমিরেটস স্টেডিয়ামে খেলতে পারছেন না তুরান। গত আসরে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২৯ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের (শেষ ষোলো) হাইভোল্টেজ ম্যাচে বার্সার মুখোমুখি হবে আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।

বার্সা স্কোয়াড: মার্ক আন্দ্রে টার স্টেগেন, ক্লদিও ব্রাভো, জর্ডি ম্যাসিপ, জর্ডি আলবা, আদ্রিয়ানো, জেরার্ড পিকে, হাভিয়ের মাশ্চেরানো, জেরেমি ম্যাথিউ, থমাস ভারমাইলেন, দানি আলভেস, অ্যালেক্স ভিদাল, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, ইভান রাকিটিচ, সার্জি রবার্তো, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার ও মুনির এল হাদ্দাদি।

বার্সার শুরুর একাদশ: মার্ক আন্দ্রে টার স্টেগেন, দানি অালভেস, হাভিয়ের মাশ্চেরানো, জেরার্ড পিকে, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার।

আর্সেনালের শুরুর একাদশ: পিটার চেক, হেক্টর বেলারিন, পার মার্তেসেকার, লরেন্ত কোসিয়েলনি, নাচো মনরিয়েল, ফ্রান্সিস কোকুইলিন, অ্যারন রামসি, অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন, মেসুত ওজিল, আলেক্সিস সানচেজ ও থিও ওয়ালকট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।