ঢাকা: ক্রিকেট, ফুটবলের পরই বাংলাদেশের সম্ভাবনায় খেলার নাম হকি। কিন্তু, হঠাৎই থেমে গেছে হকিতে বাংলাদেশের সাফল্য।
সোমবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোর্ড সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন আল্লাহর রহমতে ভালো খেলছে। বাংলাদেশের পরবর্তী ভালো সম্ভাবনা হকি। ফুটবলে ইচ্ছে করলেই অনেক কিছু করা যাবে না। কারণ এখানে প্রতিযোগিতা অনেক বেশি। কিন্তু হকিতে ভালো কোচিং হলে আমার মনে হয় দারুণ কিছু হবে। অন্তত উপমহাদেশের মধ্যে আমরা ভালো একটা অবস্থানে যেতে পারবো। ’
বিসিবি সভাপতি যোগ করেন, ‘হকি ফেডারেশনের সাথে আমার কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, হকি ফেডারেশন যদি খুব ভালো বিশ্বমানের কোনো কোচ আনে, তবে তাকে আমরা পৃষ্ঠপোষকতা করবো। কোচের বেতনসহ যে খরচ লাগবে, সব আমরা দিব। ’
অতীতেও হকির সমস্যা-সংকটে পরামর্শক হিসেবে কাজ করেছেন নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসকে/আরএম