ঢাকা: লুইস সুয়ারেজের জন্য ভুগতে হলো পুরো বার্সেলোনা দলকে। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ম্যাচের আগে এয়াপোর্টে নিজের পাসপোর্ট আনতে ভুলে গিয়েছিলেন উরুগুইয়ান এ স্ট্রাইকার।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা সেরার লড়াইয়ে ইংলিশ জায়ান্ট আর্সেনালের বিপক্ষে লড়বে লুইস এনরিকের শিষ্যরা। তাই সোমবার সকালে বার্সেলোনা এয়ারপোর্টে এসেছিলেন দলের সবাই।
তবে এমন সময় জানা যায় নিজের পাসপোর্ট আনেননি সুয়ারেজ। অস্বস্তি শুরু হয় পুরো দলের মাঝে। কিন্তু সুয়ারেজের বাড়ি গিয়ে পাসপোর্টটি আনতে দ্রুত এক ক্লাব অফিসিয়ালকে পাঠায় বার্সেলোনা।
আর সব জল্পনাকে পেছনে ঠেলে জানা যায় সুয়ারেজ শেষ পর্যন্ত দলের সঙ্গী হয়েছেন। এবং এমিরেটস স্টেডিয়ামে দলের অনুশীলনেও যোগ দিতে প্রস্তুত তিনি। চলতি মৌসুমে ৩৭ ম্যাচে এখন পর্যন্ত ৪১টি গোল করেছেন এ কাতালান তারকা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস