ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রস্তাব পেলে তা সাদরে গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছেন এডেন হ্যাজার্ড। অন্যথায় স্ট্যামফোর্ড ব্রিজেই থাকবেন বেলজিয়ান তারকা।
ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, আসছে দলবদলের বাজারে চেলসি ছাড়লে একমাত্র রিয়ালকেই বেছে নেবেন হ্যাজার্ড।
যদিও সম্প্রতি হ্যাজার্ডের পিএসজিতে পাড়ি জমানোর জোরালো গুঞ্জনই উঠেছিল। কিন্তু, এখন তিনি রিয়াল ভিন্ন অন্য কিছুই ভাবছেন না। হয় স্পেনে উড়াল দেবেন নয়তো চেলসিতেই থেকে যাবেন। এমন পণই নাকি করেছেন ২৫ বছর বয়সী এ উইঙ্গার।
জানা যায়, হ্যাজার্ড তার এক কাছের বন্ধুকে বলেছেন, রিয়াল পুনরায় তাদের আগ্রহ না দেখালে আগামী মৌসুমেও চেলসির হয়ে খেলবেন। আর ইতোমধ্যেই হ্যাজার্ড নিশ্চিত করেছেন, তিনি জিনেদিন জিদানের অধীনে খেলার সুযোগকে স্বাগত জানাবেন।
তাই বলা যায়, সামার ট্রান্সফার উইন্ডোতেই হ্যাজার্ডকে ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে। কিন্তু, তার আগে দেখতে হবে ট্রান্সফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের রায়টা রিয়ালের পক্ষে যায় কিনা?
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএম