ঢাকা: বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর প্রথমবারের মতো কোর্টে নেমেই দাপুটে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ম্যাচে সহজেই প্রথম রাউন্ডের বাধা পার করেন সার্বিয়ান টেনিস তারকা।
জোকোভিচের বিপক্ষে দাঁড়াতেই পারেননি স্পেনের টমি রোব্রেদো। তাকে সরাসরি সেট ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। এর আগে গত মাসের শেষ দিনে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন জোকোভিচ। অ্যান্ডি মারেকে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারানোর পর এবার উড়ন্ত জয় দিয়েই নতুন টুর্নামেন্ট শুরু করলেন ২৮ বছর বয়সী এ টেনিস সেনসেশন।
এদিকে, আরেকটি জয় পেলেই একটি নতুন মাইলফলক স্পর্শ করবেন জোকোভিচ। ক্যারিয়ারে ৭০০তম একক ম্যাচ জেতা থেকে তিনি আর মাত্র এক ম্যাচ দূরে। পরেই ম্যাচেই হয়তো তার অপেক্ষার অবসান ঘটবে।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে তিউনিসিয়ার মালেক জাজিরির মুখোমুখি হবেন জোকোভিচ। যিনি প্রথম রাউন্ডে রাশিয়ান মিখাইল ইউজনিকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
অারএম