ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ম্যানচেস্টারে বাড়ি কিনছেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ম্যানচেস্টারে বাড়ি কিনছেন মরিনহো হোসে মরিনহো

ঢাকা: হোসে মরিনহোর ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমানো নিয়ে গুঞ্জন চলছেই। এবার যোগ হলো, পর্তুগিজ কোচ ম্যানচেস্টার শহরে বাড়ি কিনতে যাচ্ছেন।

ইতোমধ্যেই নাকি নিজের বাসভবনও পছন্দ করে রেখেছেন তিনি। তবে কী আগামী মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন মরিনহো?

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম জানায়, ম্যানইউর দায়িত্ব গ্রহণকে সামনে রেখে ম্যানচেস্টারে একটি বাড়ির সন্ধান পেয়েছেন মরিনহো। অবশ্য,  স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ এখনো নিজে থেকে এমন খবরের সত্যতা প্রকাশ করেন নি। তাই সবকিছুই এখনো গুজবের ছায়াতলে।

গত বছরের ডিসেম্বরে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হন মরিনহো। এরপর গুজব রটে, আসছে মৌসুমে আরেক ইংলিশ জায়ান্ট রেড ডেভিলসদের কোচের পদে লুইস ফন গালের স্থলাভিষিক্ত হবেন তিনি। যদিও ম্যানইউর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে এমন খবরও প্রকাশিত হয়, নিজের কাছের বন্ধুকে নাকি মরিনহো বলেছিলেন, ২০১৬-১৭ মৌসুমে তার ম্যানইউর কোচের দায়িত্ব নেওয়াটা নিশ্চিত। যা গোটা ফুটবল বিশ্বেই ব্যাপক আলোচিত হয়। শেষ পর্যন্ত মরিনহোর ওল্ড ট্রাফোর্ডে পা রাখা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।