ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাঠে গড়াচ্ছে ওয়ালটন জাতীয় মহিলা হকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
মাঠে গড়াচ্ছে ওয়ালটন জাতীয় মহিলা হকি

ঢাকা: মাঠে গড়াতে যাচ্ছে ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আগেও সম্পৃক্ত হয়েছিল দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।



আবারও হকির সঙ্গে যুক্ত হয়েছে ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শিগগিরই মাঠে গড়াতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় মহিলা হকি-২০১৬। ’

এবারের ওয়ালটন জাতীয় মহিলা হকিতে ১ লাখ টাকা প্রাইজমানি থাকছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানারআপ দল ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে।

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) জানান, ‘ওয়ালটন গ্রুপ সর্বদাই নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণে বিশ্বাসী। আমরা চাই ক্রীড়াঙ্গনের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে। তারই ধারাবাহিকতায় ওয়ালটন গ্রুপ তৃতীয়বারের মতো জাতীয় মহিলা হকিতে পৃষ্ঠপোষকতা করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের উন্নতি করতে পারবে। পাশাপাশি তারা আর্থিকভাবেও কিছুটা লাভবান হবে। ’

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ জানান, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শিগগিরই আমরা জাতীয় মহিলা হকি লিগ আয়োজন করব। এ ছাড়া আরো দুটি টুর্নামেন্ট ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় করার পরিকল্পনা রয়েছে। আসলে ওয়ালটন গ্রুপ স্বল্প সময়ে শুধু হকি নয়, সবধরনের খেলাধুলায় যেভাবে পৃষ্ঠপোষকতা করছে সেটা ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। সংগঠক হিসেবে আমাদের জন্যও সেটা খুশির। কারণ, যেখানে স্পন্সর পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেখানে ওয়ালটন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আমি স্যালুট জানাই। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপ হকির পাশে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।