ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেত্রকোনায় কারাতে বেল্ট পেল ৪০ প্রশিক্ষণার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
নেত্রকোনায় কারাতে বেল্ট পেল ৪০ প্রশিক্ষণার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: আট মাসের প্রশিক্ষণ শেষে নেত্রকোনায় ‘নাদিম চাইনিজ উশু কারাতে একাডেমি’র ৪০ জন প্রশিক্ষণার্থী বেল্ট পেয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নেত্রকোনা-বারহাট্টা সড়কের ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বেল্ট, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।


 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেল্ট প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম।

একাডেমির প্রশিক্ষক নাদিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ছানোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।