ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

বরিশালে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বরিশালে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল শহীদ আ. রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি মাহাবুব মোর্সেদ শামীম, ফেরদৌসী জাহান মুন্নি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।