ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

সেনাবাহিনীর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চ্যাম্পিয়ন কুমিল্লা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
সেনাবাহিনীর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চ্যাম্পিয়ন কুমিল্লা

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৭টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে ৩৩ পদাতিক ডিভিশন (কুমিল্লা অঞ্চল) দল।

অন্যদিকে ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ৬৬ পদাতিক ডিভিশন (রংপুর অঞ্চল) দল।

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর বনানী বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় রংপুর অঞ্চল দলের ল্যান্স করপোরাল মো. মেহেদী হাসান শ্রেষ্ঠ অ্যাথলেট এবং কুমিল্লা অঞ্চল দলের ল্যান্স করপোরাল মো. কামরুল হাসান শ্রেষ্ঠ নবীন অ্যাথলেট বিবেচিত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।