ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের আয়োজনে ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনে ব্যবস্থাপনায় আগামী ০৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬’।  

৬ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

শনিবার (০৫ নভেম্বর) এ উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের ‘৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশসহ ১২টি দেশের ৯৬ জন জুনিয়র টেনিস তারকা (ছেলে ৫৯ জন ও মেয়ে ৩৭ জন) অংশ নিচ্ছে। অংশ নেওয়া দেশের মধ্যে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।

০৫ ও ০৬ নভেম্বর বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। মূল পর্বের খেলা শুরু হবে ০৭ নভেম্বর থেকে, চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।