ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

জবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধুপখোলা মাঠ) অনুষ্ঠিত হবে।

খেলা শেষে জবি উপাচার্য ড. মিজানুর রহমান বিজয়ী দল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন বলে জানা গেছে।

এর আগে, বুধবার (২২ ফেব্রুয়ারি) নিজ নিজ খেলায় জয় পেয়ে বাংলা বিভাগ ও রসায়ন বিভাগ ফাইনালে খেলা নিশ্চিত করে।

ইতিপূর্বে রসায়ন বিভাগ ফাইনালে উঠলেও এবারই প্রথম বাংলা বিভাগ আন্তঃবিভাগ ক্রিকেট আসরের ফাইনালে ওঠল।

বুধবার দিনের প্রথম সেমিফাইনাল খেলায় রসায়ন বিভাগ লোকপ্রশাসন বিভাগকে ৫ উইকেটে পরাজিত করে। পরে একই দিনের অপর সেমিফাইনাল খেলায় বাংলা বিভাগ মনোবিজ্ঞান বিভাগকে ৯ রানে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ডিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।