ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

খেলা

দিনাজপুরে জাতীয় যুব ভলিবল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
দিনাজপুরে জাতীয় যুব ভলিবল শুরু দিনাজপুরে জাতীয় যুব ভলিবল শুরু

দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর ‘ক’ অঞ্চলের জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন ভলিবল উপ-কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সমিরন ঘোষ, জাতীয় ভলিবল ফেডারেশনের রেফারি মো. হাফিজুল হক হ্যাপি, জাতীয় ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও প্রতিযোগিতার প্রতিনিধি আহমেদ রেজা রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম, নির্বাহী সদস্য মিজানুর রহমান পাটোয়ারী বাবু, আনোয়ারুল ইসলাম সুমি, অরুণ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।