ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

মহিলা ভলিবলের সেমিতে স্পার্কলিং-ওয়ারী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
মহিলা ভলিবলের সেমিতে স্পার্কলিং-ওয়ারী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পপুলার লাইফ ইনসুরেন্স এর পৃষ্ঠপোষকতায় শনিবার থেকে পল্টন ভলিবল স্টেডিয়ামে শুরু হয় ৪ দিনব্যাপি পপুলার লাইফ ইনসুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০১৭।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় (২১-২৫, ২৫-১৮ ও ১৫-১২) ২-১ সেটে ভিকারুন নিসা নুন স্কুলকে, দ্বিতীয় ম্যাচে স্পার্কলিং এমন্ড্রোমিডা ক্লাব (২৫-০৯ ও ২৫-০৭) ২-০ সেটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে হারিয়েছে।


.তৃতীয় ম্যাচে ওয়ারী ক্লাব (২৫-০৯ ও ২৫-০৫) ২-০ সেটে ইউনাইটেড ক্লাবকে এবং দিনের চতুর্থ ম্যাচে শাহবাগ স্পোটিং ক্লাব (২৫-১৭ ও ২৫-০৯) ২-০ সেটে ভিকারুন নিসা নুন স্কুলকে পরাজিত করে।

আগামীকাল প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

সেমি-ফাইনাল সূচি:
১ম সেমি-ফাইনাল: ওয়ারী ক্লাব বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় (দুপুর ০৩:০০ টা) 
২য় সেমি-ফাইনাল: শাহবাগ স্পোটিং ক্লাব বনাম স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব (দুপুর ০৩:০০ টা)

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।