ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ক্রীড়াঙ্গনে বিজিবি’র মহিলা দলের আত্মপ্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ক্রীড়াঙ্গনে বিজিবি’র মহিলা দলের আত্মপ্রকাশ ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেন্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় রোববার (৫ মার্চ) থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়নশিপ-২০১৭।

পাঁচ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ)।

সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন ফেন্সিং এসোসিয়েশনের সভাপতি (অব:) লে: জেনারেল জহিরুল আলম, সাধারণ সম্পাদক (অব:) মেজর কামরুল ইমলাম, বাংলাদেশ আনসার ভিডিপি’র পরিচালক (ক্রীড়া) নিমাই কুমার দাস ও আনসারের ক্রীড়া কর্মকর্তা মো: রায়হান উদ্দিন ফকিরসহ অন্যান্যরা।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, ঢাকা কমার্স কলেজ, মিরপুর ক্লাব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা। সাতটি দল থেকে ছেলে ও মেয়েসহ মোট দুইশত খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

.এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে দেশের খেলাধুলায় আত্মপ্রকাশ করলো বিজিবির মহিলা ফেন্সিং খেলোয়াড়রা। বিভিন্ন ডিসিপ্লিনে বিজিবির পুরুষ খেলোয়াড় দল অংশ নিলেও ছিল না বিজিবির কোনো মহিলা টিম। এবার ফেন্সিং প্রতিযোগিতার মাধ্যমে খেলাধুলায় যুক্ত হলো বিজিবির মহিলা খেলোয়াড়রা।

বিজিবি মহিলা দলের সদস্যরা হলেন: জাহানারা আকতার, জাকিয়া সুলতানা, খাদিজা আক্তার নুপুর ও কানিজ ফাতেমা।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মহিলা সেভার একক ক্যাটাগরির প্রথম রাউন্ডের খেলা শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৫ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।