ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাজশাহীতে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

রাজশাহী: রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি এম. খুরশীদ হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. লিয়াকত আলী, মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল ও জেলা কাবাডি সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী বুলবুল।

অনুষ্ঠান পরিচালনা করেন শহিদুল হক সোহেল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলা শুরু হয়।  

এতে বাগমারা উপজেলা কাবাডি দলকে দুর্গাপুর, পুঠিয়াকে পবা ও বাঘাকে চারঘাট দল পরাজিত করে। এছাড়া দিনের অপর খেলায় মোহনপুর দলকে বাগমারা উপজেলা দল পরাজিত করে।

খেলা পরিচালনা করেন রেফারি মোহাম্মদ হাবিব, আইয়ুব আলী ও শাহিন আলী।  

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম দিন স্কোরার ছিলেন আশরাফ আলী। বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এ খেলার উপজেলা পর্যায় শেষ হবে আগামী ১৩ মার্চ।  

এরপর ১৫ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভাগীয় পর্যায়ের খেলা চলবে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।