ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে গোদাগাড়ী চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে গোদাগাড়ী চ্যাম্পিয়ন আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে গোদাগাড়ী চ্যাম্পিয়ন

রাজশাহী: রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব অনূর্ধ্ব-২১ কাবাডি প্রতিযোগিতায় জেলা পর্যায়ের খেলায় গোদাগাড়ী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) বিকেলে ফাইনাল খেলায় গোদাগাড়ী উপজেলা একটি লোনাসহ ২২-১৮ পয়েন্টে দুর্গাপুর উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের টিটু সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

 

এর আগে, সেমিফাইনাল খেলায় দুর্গাপুর উপজেলা ৪৭-৪০ পয়েন্টে চারঘাট উপজেলাকে এবং গোদাগাড়ী উপজেলা ৫৮-২৫ পয়েন্টে তানোর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে।  

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ ও জেলা পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া।  

এ সময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. সালাহ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।