ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
গোপালগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা এসএম ফিরোজুল আহসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানিসহ সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় মুকসুদপুর উপজেলার ধর্মরায়ের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। তারা গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়কে ২-০ গোল পরাজিত করে।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলায় টুঙ্গিপাড়ার জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। তারা কোটালীপাড়ার বর্ষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।