ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বিএএফ শাহীন কলেজ হকি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিএএফ শাহীন কলেজ হকি প্রতিযোগিতা বিএএফ শাহীন কলেজ হকি প্রতিযোগিতা

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কলেজগুলোর মধ্যে আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা বিএএফ শাহীন কলেজ ঢাকার হকি টার্ফে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) চূড়ান্ত প্রতিযোগিতায় বিএএফ শাহীন কলেজ ঢাকা দল ১২-২ গোলে বিএএফ শাহীন কলেজ পাহাড়কঞ্চনপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিএএফ শাহীন কলেজ ঢাকার মোস্তাফিজুর রহমান মুবিন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা দেখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিমান বাহিনীর সাতটি শাহীন কলেজের হকি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।