ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নওগাঁয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নওগাঁয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

নওগাঁ: নওগাঁয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

বালক দলের ফাইনাল খেলায় ধামইরহাট উপজেলার তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫-১ গোলে সাপাহার উপজেলার বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং বালিকা দলের খেলায় নওগাঁ সদর উপজেলার কাঠখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে ধামইরহাট উপজেলার রামপুরহাট সরকারি প্রাথমিক দলকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী  বিভাগীয় উপ পরিচালক আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা খাতুন প্রমুখ।

বালক ও বালিকাদের পৃথক লড়াইয়ে উপজেলা পর্যায়ে বিজয়ী মোট ২২টি দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।