ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

নেত্রকোনায় পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন জামালপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
নেত্রকোনায় পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন জামালপুর

নেত্রকোনা: ময়মনসিংহ রেঞ্জ নিয়ে নেত্রকোনা জেলা পুলিশ আয়োজিত বাংলার ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় জামালপুর চ্যাম্পিয়ন ও নেত্রকোনা দল রানার্স আপ হয়।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া ফাইনাল শেষ হয় সন্ধ্যার পর।

জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী খেলা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস. এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদ হোসেন, মাহমুদা শারমিন নেলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।