ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় বিভাগ দাবায় এবার ২৬ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
দ্বিতীয় বিভাগ দাবায় এবার ২৬ দল ২৬ দলের দ্বিতীয় বিভাগ দাবা

বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে ওয়ালটন গ্রুপ নিয়মিত কাজ করছে। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৭’।

২৬টি দল এই লিগে অংশগ্রহণ করবে। ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে।

লিগের শীর্ষ দুটি দল প্রথম বিভাগে উত্তীর্ণ হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৬টি দলকে নিয়ে ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ দাবা লিগ। ওয়ালটন গ্রুপ ২০১২ সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছে। ২০১৪ সাল থেকে নিয়মিত তারা আমাদের প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন ও সেকেন্ড ডিভিশন দাবায় পৃষ্ঠপোষকতা করছে। এর বাইরেও আন্তর্জাতিক রেটিং দাবা ও দৃষ্টিহীনদের জন্য বিশেষ দাবা প্রতিযোগিতায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে। তাছাড়া গেল কয়েক বছর ধরে গোল্ডেন চেস ক্লাবের সঙ্গে তারা স্কুল চেস নামে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ওয়ালটনের মতো একটি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে এভাবে নিয়মত থাকাটা আমাদের জন্য সত্যিই স্বস্তির বিষয়। ধন্যবাদ জানাব ওয়ালটন গ্রুপ ও কর্মকর্তাদের। ’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ দাবা ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত সম্পৃক্ত হচ্ছি। মূলত ওয়ালটন গ্রুপ সব সময় ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় আবারো দ্বিতীয় বিভাগ দাবায় ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে। আগামী সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা। আমরা সব সময়ই ট্যালেন্ট হান্ট জাতীয় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি। দ্বিতীয় বিভাগ দাবা লিগও এক প্রকার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কারণ এখানে যারা ভালো করবে তারা এক সময় প্রথম বিভাগ ও প্রিমিয়ার বিভাগে খেলবে। এই ধরনের প্রতিযোগিতার সঙ্গে ভবিষ্যতেও যুক্ত হওয়ার চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।