ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কঠিন পরীক্ষার সামনে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
কঠিন পরীক্ষার সামনে পাকিস্তান ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান এশিয়া কাপ হকিতে পাকিস্তান ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ফলে, তিনবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের জন্য ফাইনালের টিকিট কাটা বেশ কঠিনই হয়ে গেলো।

মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে আজাজ আমহেদের গোল এগিয়ে যায় পাকিস্তান। শেষ কোয়ার্টারের শুরুর দিকে লি নামইয়ংয়ের গোলে ম্যাচে ফেরে কোরিয়ানরা।

সুপার ফোরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। ফলে, দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১।

ফাইনালে খেলতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে হবে পাকিস্তানের। আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছিল পাকিস্তান। ফলে, কঠিন পরীক্ষায় পাস করেই ফাইনালের মঞ্চে নামতে হবে পাকিস্তানকে।

এদিকে, জিতলেও চারবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার অবস্থাও সুখকর নয়। দুই ম্যাচে তাদের পয়েন্ট ২। ফাইনালের টিকিট কাটতে হলে কোরিয়ানদের জিততে হবে মালয়েশিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।