ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে অনুর্ধ্ব-২১ আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
গোপালগঞ্জে অনুর্ধ্ব-২১ আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অনুর্ধ্ব-২১ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ পুলিশ লাইন মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

খেলায় গোপালগঞ্জ সদর থানা দল কাশিয়ানী থানা দলকে ৩০-১৭ পয়েন্টে এবং টুঙ্গিপাড়া থানা দল কোটালীপাড়া থানা দলকে ৪৬-২৭ পয়েন্টে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় একই মাঠে ফাইনাল খেলায় গোপালগঞ্জ সদর থানা দলের মুখোমুখি হবে টুঙ্গিপাড়া থানা দল। জেলার পাঁচটি থানার পাঁচটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।