ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
অপরাজিত চ্যাম্পিয়ন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ছবি: সংগৃহীত

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৭। ৭ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব।

৭ রাউন্ডের ৭টিতেই জিতে পূর্ণ ১৪ ম্যাচ পয়েন্ট ও ২৫ গেম পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব। ১০ ম্যাচ পয়েন্ট ও সাড়ে ১৯ গেম পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম।

১০ ম্যাচ পয়েন্ট ও ১৯ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ঢাকা নাইটস চেস ক্লাব।

লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল আগামী ২০১৮ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে।

দ্বিতীয় বিভাগ দাবা প্রতিযোগিতায় ৩৩টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশের দাবা খেলোয়াড়দের পাশাপাশি ভারতের রেটিং প্রাপ্ত ৬ জন দাবাড়ু বিভিন্ন ক্লাবের হয়ে এই লিগে খেলেছেন। লিগের খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।